তাহমিদ লিয়াম,
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের ৫ম ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেলো গাজী গ্রুপ চট্টগ্রাম। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে শেষ ওভারের নাটকীয়তায় বেক্সিমকো ঢাকার কাছে তারা হেরেছে মাত্র ৭ রানে।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে বেক্সিমকো ঢাকা। অধিনায়ক মুশফিকুর রহিম একাই ৫০ বলে ৭৩* রানের ঝলমলে একটি ইনিংস খেলেন। ধারাবাহিক ইয়াসির আলী করেন ৩৪ রান। নাহিদুল, মুস্তাফিজুর, শরিফুল ও প্রথমবারের মতো খেলতে নামা রাকিবুল হাসান প্রত্যেকেই নেন ১টি করে উইকেট।
জবাবে পুরো আসর জুড়েই ধারাবাহিক লিটন দাশ এদিনও করেন ৩৯ বলে ৪৭ রান৷ আজই প্রথম খেলতে নামা মাহমুদুল হাসান জয় করেন ২৬ রান এছাড়া অধিনায়ক মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে আসে ২১ রান। ঢাকার বোলারদের বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয়টা পেতে পারতো চট্টগ্রাম৷ কিন্তু মোসাদ্দেক, শামসুর, নাহিদুল কিংবা জিয়াউরদের ব্যর্থতায় শেষমেশ আর জিততে পারেনি চট্টলার দলটি।
একেবারে শেষের দিকে মুস্তাফিজ ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দিলে চট্টগ্রাম জয়ের আশা করা শুরু করলেও চট্টগ্রামের সেই জয়ের আশা নিভিয়ে দেন ঢাকার হয়ে দূর্দান্ত বোলিং করা মুক্তার আলী।
৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস। মুক্তার আলী নেন ৩ উইকেট এছাড়া রবিউল ও রুবেল নেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হন মুশফিকুর রহিম।
প্রথম ৪ ম্যাচ টানা জিতে এটি ছিল চট্টগ্রামের প্রথম হার অন্যদিকে আসরের প্রথম ৩ ম্যাচ হারা ঢাকার এটি ছিল টানা ৩য় জয়! তবে পয়েন্ট টেবিলে এখনো ১ নম্বরেই আছে চট্টগ্রাম। ৬ ম্যাচে হ্যাটট্রিক ৩ জয় নিয়ে ৩ নম্বরে উঠে এসেছে ঢাকা।
শেষের দিকে জমে ওঠা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে আগামী ৮ ডিসেম্বর রবিবার জেমকন খুলনার বিপক্ষে মাঠ নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম।