তাহমিদ লিয়াম,
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মুস্তাফিজ ম্যাজিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে এবার মিনিস্টার গ্রুপ রাজশাহীকে তারা হারিয়েছে মাত্র ১ রানে।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান করে মোহাম্মদ মিথুনের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬* রান আসে পুরো আসর জুড়েই ধারাবাহিক ওপেনার লিটন দাশের ব্যাট থেকে। ৫৩ বল খেলে ৯ চার ও ১ ছক্কায় এই দারুণ ইনিংসটি খেলেন তিনি।
তার ওপেনিং পার্টনার সৌম্য সরকার ২৫ বলে করেন ৩৪ রান। শেষের দিকে ২৮ বলে ৪২ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন মোসাদ্দেক হোসাইন।
রাজশাহীর হয়ে ৩০ রানে ৩ উইকেট শিকার করেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। ১টি করে উইকেট নেন আনিসুল ইমন ও ফরহাদ রেজা।
জবাবে রান তাড়া করতে নেমে আনিসুল ইমনের ৫৮, অধিনায়ক নাজমুল শান্ত ও মেহেদী হাসানের ২৫ পাশাপাশি মোহাম্মদ আশরাফুল, ফজলে মাহমুদের ব্যাটিং রাজশাহীকে জয়ের স্বপ্ন দেখালেও মোসাদ্দেক, সৌম্য এবং শেষের দিকে মুস্তাফিজুর, শরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত মাত্র ১ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটিকে। বিফলে যায় একেবারে শেষদিকে নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা ও রনি তালুকদারের আপ্রাণ প্রচেষ্টাগুলোও।
৩৭ রানে ৩ উইকেট নেন কাটার মাস্টার ফিজ। ম্যাচসেরা হন লিটন দাশ৷
৪ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে লিটন-মুস্তাফিজরা। অন্যদিকে ৪ ম্যাচে এটি ছিল রাজশাহীর ২য় হার৷ আগামী ৬ ডিসেম্বর নিজেদের ৫ম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে চট্টগ্রাম।