সুবর্ণ দীপ্ত দাশ, পটিয়া:
অদুল-অনিতা ট্রাষ্টের পক্ষ থেকে পটিয়া উপজেলা পৌরসভায় ত্রান বিতরণ করা হচ্ছে এরই মধ্যে শৈব সংঘের মন্দির কমিটির অর্থ সম্পাদক যীশু চৌধুরী এবং শৈব সংঘের শিব চতুদর্শী উৎসব কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অমি দাশ সমন্বয় করে হত-দরিদ্র হিন্দু পরিবারের মাঝে এই ত্রান বিতরণ করা হয়।
অদুল-অনিতা ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয় শুধু আজকে নয় ভবিষ্যৎ তে পটিয়ার সকল গরীব অসহায় হিন্দু সম্প্রদায়ের পাশে সবসময় থাকবেন অদুল- অনিতা ট্রাষ্ট।
শৈব সংঘের সকল সদস্যবৃন্দদের পক্ষ থেকে অদুল-অনিতা ট্রাষ্ট কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন তাদের সকল মহত কার্যে সর্বদা পাশে থাকবে।