“অতিরিক্ত দেনমোহর কি অপরাধ নয়”?
ইসলাম একটি শান্তির ধর্ম। তাই বিবাহকে আল্লাহ তা’য়ালা সময় ভেদে পুরুষের উপর ফরয, সুন্নত ও ওয়াজিব করছেন । বিবাহের মাধ্যমে একজন মেয়েকে একজন ছেলের প্রতি হালাল করেছেন। আর স্বামীর উপর স্ত্রীর হক হিসেবে আল্লাহ তা’য়ালা দিয়েছেন দেনমোহর। তবে দেনমোহর কতটুকু? রাসূল (সঃ) বলেন, “সে নারী বরকতের মাঝে আছে যাকে প্রস্তাব দেয়া সহজ ও যার দেনমোহর অল্প” [মুসনাদ আহমাদ; হাসান সানাদে]। আল্লাহ রব্বুল আলামীন সূরা নিসার ৪নং আয়াতে বলেন, “তোমরা স্ত্রীদের তাদের মোহর দিয়ে দাও খুশি মনে। আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাযায় মোহরটা খুশি মনে ইচ্ছে অনুযায়ী দিতে হয়। কিন্তু বাংলাদেশের প্রচলিত দেনমোহর কোন ভাবেই গ্রহন যোগ্য নয়। বর্তমানে বাংলাদেশের কোন যুবক বিয়ে করতে গেলে মেয়ে পক্ষ কমপক্ষে ৫-৬ লক্ষ টাকা দেনমোহর চায়। যার ফলে বিয়ে করা কঠিন হয়ে পড়েছে। এই কারণে অনেক যুবক বিয়ে করতে অনাগ্রহীতা প্রকাশ করে আর নিজের যৌবন ধরে রাখতে না পেরে ঝুঁকে পড়ছে জেনার দিকে। কারণ বাংলাদেশের অধিকাংশ যুবক অল্প বেতনের চাকুরি করে সংসার চালাচ্ছে। তাই তাদের পক্ষে আয়ের অধিক দেনমোহর দেওয়া সম্ভব হয় না। যেমন একজন যুবক যদি মাসে ১০-১২ হাজার টাকা আয় করে তাহলে কি তার পক্ষে ৫-৬ লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করা সম্ভব? আর বিয়ে করতে না পেরেই দেশে বাড়ছে ধর্ষণের মত বড় অপরাধ। সরকার কর্তৃক ছেলের আয় ভেদে দেনমোহর ধার্য করে বিয়ে করা সহজ করে দিলেই বাংলাদেশে ধর্ষণ নামক শব্দটা চলে যাবে। আর তাই সরকার কর্তৃক এমন পদক্ষেপ নেওয়া হোক।
জাবেদ ভূঁইয়া
সদস্য, বাংলাদেশ তরুণ লেখক ফোরাম।
মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ।