সোমবার, আগস্ট ১৮, ২০২৫

৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে কোম্পানিগঞ্জ ছাত্রলীগ

আপডেট:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রললীগ। সময়টা ৪ঠা জানুয়ারী, ১৯৪২। রাজপথ-আন্দোলনের শরীক এই রাজনৈতিক দলটির ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শনিবার।

দেশব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বৃহত্তর এই সংগঠনটির নেতা-কর্মীরা। কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকালে আনন্দ মিছিল ও র‍্যালির আয়োজন করে নোয়াখালির কোম্পানিগঞ্জ ১নং সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রলীগ।

বিজ্ঞাপন

মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দিদার হোসেন ও সহ-সভাপতি আব্দুল্লাহ পলাশ (ইমন)। সাংগঠনিক সম্পাদক রিফাত রহমানসহ শতাধিক নেতাকর্মী নিয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে পরে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত