সিএনজি সমিতির ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ!

বাবা-ছেলের কোটি টাকা আত্মসাৎ, সিএনজি সমিতির মানববন্ধন!

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজানগর-ইসলামপুর সিএনজি সমিতির ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে পিতা আব্দুল কাদের চৌধুরী পরান ছাড়াও তার দুই পুত্র রানা চৌধুরী ও মুবিন সহ পরিবারের ৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সমিতির ১৫ বছরের অডিট চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে রাজানগর-ইসলামপুর সিএনজি সমিতির চালকেরা।

বুধবার (১ মার্চ) বিকাল ৫টায় উপজেলার ইছাখালিস্থ চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সমিতির সদস্য ও ভুক্তভোগী চালকেরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সিএনজি চালকদের সুবিধার লক্ষ্যে ২০০৯ সালে রাজানগর-ইসলামপুর সিএনজি চালক সমবায় সমিতি কার্যক্রম শুরু করেন।

সমিতির গঠনকল্পে বিশ্বাস করে সবার সম্মতিতে সভাপতি আব্দুল কাদের চৌধুরী পরানকে সমিতির সভাপতি ও মো. মুছাকে সেক্রেটারি করা হয়। পরে মুছা সভাপতির চাপের মুখে বিদেশে পালিয়ে যায়। এরপর সমিতির একক নিয়ন্ত্রণ নেয় আব্দুল কাদের চৌধুরী পরাণ। নিয়ন্ত্রণ নেওয়ার কিছু দিন পর থেকে নিজের খেয়াল খুশি মতো সমিতির কার্যক্রম চালিয়ে যান আব্দুল কাদের চৌধুরী পরান।বড় ছেলে মুবিন চৌধুরীর সহায়তায় সমিতিতে একক ক্ষমতাবলে সভাপতি ঘোষণা দেন নিজের মেজ ছেলে রানা চৌধুরীকে।

ইতোমধ্যে তিনি সমিতির তালিকাভুক্ত ও তালিকাভুক্তবিহীন ১৫ শতাধিক সদস্যের জমাকৃত প্রায় ১৭ কোটি টাকা কি করেছেন, এবং ১৫ বছরের আয়-ব্যয়ের কিছুই তিনি সদস্যদের জানায়নি। তবে বিভিন্ন সময় সদস্যদের চাপের মুখে সমিতির হিসাব বুঝিয়ে দেওয়ার সময় নিলেও পরে আর সেই হিসাব দেননি।

এসব বিষয় নিয়ে ইতোমধ্যে সমিতির সদস্য ও চালকেরা দুই দফা মানববন্ধন করেছন এবং উপজেলা সমবায় অফিসে লিখিতভাবে জানানো হলেও তাতে কোনো ফল পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আজ তারা পুনরায় মানববন্ধন করেছেন।

এবং আইনশৃংখলা বাহিনী, স্থানীয় সংসদ সদস্য, ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ জানান।

এ সময় তারা অডিটের মাধ্যমে সামিতির দীর্ঘ ১৫ বছরের আয়-ব্যয় হিসাবসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাসির উদ্দিন, আব্দুল আজিজ, মো. ইউনুস, ইয়ারু চৌধুরী, এ্যাপি চৌধুরী, মো. ইব্রাহিম, মো. আয়ুব, মো. মানিক ও মো. হান্নান সহ অন্যান্যরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার, উপজেলা সমবায় অফিস, চম্পাতলি সেনা জোন ও রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেন সিএনজি চালকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here