আব্দুল কাইয়ুম:
বিশ্বের মহামারি রুপ নেয়া করোনা ভাইরাস মোকাবেলায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১৬ঘন্টা ক্লান্তিহীন টহল এবং সচেতনতা মূলক প্রচারণা চালিয়েছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার (২৫ শে মার্চ) সকাল দশটায় নগরীর কাজির দৈউডি মোড় থেকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন’র নেতৃত্বে এ প্রচার অভিযান শুরু হয়।
সরেজমিন নগরীর কাজির দৈউডি মোড়, সিআরবি মোড়, বিআরটিসি মোড় এবং নিউমার্কেট মোড় ঘুরে এসব স্পটে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর গাড়ীও টহল দিতে দেখা গেছে। এসময় মাইকিং করে ওসি মোহাম্মদ মহসিন মানুষকে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে অবস্থান না করতে এবং করোনা ভাইরাস নিয়ে আতষ্কিত না হয়ে সতর্ক ও সচেতন হওয়ার জন্য সরকারি ও স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নির্দেশনা মেনে চলার আহবান জানান।
এসময় এসব মোড়ে জলকামান থেকে জীবাণুনাশক ছিটাতে ও দেখা গেছে।
এ ব্যপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, কমিশনার স্যারের নির্দেশে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব থেকে জনগনকে রক্ষা করতে আমার থানা এলাকায় জনগনকে সচেতন করার জন্য ব্যাপক ভাবে মাইকিং দিয়ে প্রচরণা চলছে।