ইমতিয়াজ চৌধুরী, স্পোর্টস ডেস্কঃ
বাংলাদেশ-ভারতের ইতিহাসে প্রথমবারই দিবা-রাত্রির টেস্ট খেলতে নামে আজ কলকাতার ইডেন গাড়ডপন স্টেডিয়ামে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (শুক্রবার) দুপুর ১:১৫ টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঐতিহ্যবাহী ঘন্টা বাজিয়ে উদ্বোধন করেন ‘পিংক বল’ টেস্ট। এসময় আরো উপস্থিত ছিলের বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দুই ওপেনারের দ্রুত বিদায়ে পর ঘুরে দাড়াতে পারেনি ভেঙ্গে পড়া বাংলাদেশ। পরে অধিনায়ক মুমিনুল, মিথুন, মুশফিকের ট্রিপল ডাক-এ ৩০ রানে ৪ উইকেট খতম টাইগারদের। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার সাদমান ইসলাম। অপর ওপেনার ইমরুলের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।
লোয়ার অর্ডারেও দলের হাল ধরতে পারেনি কেউ। ২৪ রান করে রিটায়ার্ড হার্ড হয়ে ফেরেন লিটন দাশ। শেষের ব্যাটসম্যানদের মনগড়া ব্যাটিংয়ে মাত্র ১০৬ রানে গিয়ে থামে টাইগারদের ইনিংস। শেষ ব্যাটসম্যানদের মধ্যে ১৯ রান আসে নাঈম হাসানের ব্যাট থেকে।
টাইগার শিবিরে একের পর এক আঘাত হানা ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন দীর্ঘদেহী পেসার ইশান্ত শর্মা। এছাড়াও টাইগার ব্যাটিং লাইনআপে উমেশ যাদাব ৩ বার এবং মোহাম্মদ শামি ২ বার আঘাত হানেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৮ রান। আল আমিন এর বলে ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে তালুবন্দী করেন মেহেদি হাসান মিরাজ।