চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজ কমিটি সফলভাবে “অন ক্যাম্পাস রাউন্ড” আয়োজন করেছে।
গত ১৩ই জুন ২০২০,তারা “অন ক্যাম্পাস রাউন্ড” কার্যক্রমের প্রক্রিয়া শুরু করে এবং একটি অসাধারন কার্যনির্বাহী কমিটি গঠন করে। পুরো দলটি ‘অন ক্যাম্পাস রাউন্ডটিকে’ সফল করার জন্য ২০টিরও বেশি ওয়ার্কশপ আয়োজন করে। এবছর ৩২১ টি টিমের ১১০০ শিক্ষার্থী অন ক্যাম্পাস রাউন্ডের জন্য টিম রেজিস্ট্রেশন করে। সর্বোচ্চ টিম রেজিস্ট্রেশন এর ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিলবোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম।গত ১১ ই ডিসেম্বর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ৩২১ টি দলের মধ্যে কেবলমাত্র ৬ টি দল চূড়ান্ত পর্বে তাদের অনন্য বিজনেস আইডিয়া উপস্থাপন করতে সক্ষম হয়েছিল।৬টি ফাইনালিস্ট দলগুলো হল যথাক্রমে টিম ” দ্যা ডায়নামাইটস”, টিম “কর্পোরেট পাইরেটস “, টিম “পেটার্ডস”, টিম “গো গ্রীন “, টিম “উইন্টারফেল”।
শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতার পরে ছয়টি দল বাছাই করা হয়েছিল এবং তাদের মধ্যে মাত্র ৩ টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল । এবারের বিজয়ী দলটি হল “দ্য ডাইনামাইটস”। তাদের বিজনেস আইডিয়া ছিলো তারা এমন ধরনের একটি ব্যবসা আরম্ভ করবেন যা সমাজের একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সুষম খাদ্যের সংকট অর্থাৎ তাদের দৈহিক চাহিদা অনুযায়ী খাদ্য প্রস্তুতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে,কাবেরী দাশ (টিম ডাইনামাইটস এর একজন সদস্য) বলেন,”আমরা বাংলাদেশ তথা বৈশ্বিক এই সমস্যা নিয়ে সত্যিই চিন্তিত তাই আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে অতিসত্বর আমরা আমাদের বিজনেস আইডিয়াটিকে বাস্তব রূপদান করতে পারি”
রানার আপ দলটি ছিল “অপটিমাম” , কৃষকদের ন্যায্যমূল্য প্রদানের মাধ্যমে সাপ্লাই চেইনে এক বিস্তর পরিবর্তন আনাই ছিল তাদের আইডিয়া এবং দ্বিতীয় দলটি ছিল দলটি “উইন্টারফেল” ,স্বল্প খরচে পেশাজীবীদের জন্যে স্বাস্থ্যকর সুষম খাদ্য নিশ্চিত করার মাধ্যমে বাজারে নতুন চাকুরীর সুযোগ সৃষ্টি এবং কৃষির সম্প্রসারণে অবদান রেখে সুস্থ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি সমাজ বিনির্মাণ নিয়েই তাদের আইডিয়া।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ শিরীন আক্তার গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।এসময় মাননীয় ভিসি বলেন “আমার ছাত্ররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছে তা জানতে পেরে আমি অভিভূত। আমি হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাফল্যে কামনা করছি”।এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো ছিলেন অধ্যাপক ড. জাবেদ হোসাইন, চেয়ারম্যান, মার্কেটিং বিভাগ,মাননীয় সহযোগী অধ্যাপক ডা. আদনান মান্নান,জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,মাননীয় সহযোগী অধ্যাপক ড. কাজী তানভির আহমেদ, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফাহিম শাহরিয়ার রিজিওনাল অ্যাসোসিয়েট (এশিয়া) হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এবং চূড়ান্ত পর্বের সম্মানিত বিচারকগণ।