রবিবার, আগস্ট ১৭, ২০২৫

হাতিরঝিলে কিশোর গ্যাংয়ের শতাধিক সদস্য আটক

আপডেট:

রাজধানীর হাতিরঝিলে কিশোর গ্যাং বিরোধী অভিযানে শতাধিক কিশোরকে আটক করেছে পুলিশ। কয়েকজন অভিভাবকের অভিযোগে প্রেক্ষিতে শুক্রবার (৬ সেপ্টেম্বর) হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার (তেজগাঁও শিল্পাঞ্চল) হাফিজ আল ফারুক।
তিনি জানান, কয়েকজন অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিক হাতিরঝিল থানার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করা হয়। অভিযানে শতাধিক কিশোরকে আটক করা হয়। বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

হাফিজ আল ফারুক আরও জানান, আটকদের মধ্যে যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যারা নিরপরাধ প্রমাণিত হবে তাদেরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত