মহিউদ্দীন মনজুর, আনোয়ারাঃ
আজ বুধবার (০৪) মার্চ বাদে যোহর দক্ষিণ বারশত হযরত ভোলা শাহ (রহঃ) আস্তানা সংলগ্ন মাঠে বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির দাতা সদস্য ইউ,এস,এ প্রবাসী মুজিবুর রহমান আলী এর অর্থায়নে দক্ষিন বারশত হযরত ভোলা শাহ (রহঃ) জামে মসজিদ’র নির্মাণ কাজের শুভ উদ্ধোধন হয়েছে।
উক্ত নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন হালিশহর দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনিরুল হক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ কাইয়ুম শাহ,হজরত চারপীর আউলিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা কাজী আবদুল হান্নান।
আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ মোবারক আলী,কাজী মুহাম্মদ জহির আহাং,মাওলানা মুহাম্মদ ইব্রাহিম মুনীরি,মুহাম্মদ জাবের জিহাদি,হাফেজ মুজাহেরুল ইসলাম,মুহাম্মদ তাহের,ইসমাইল মেম্বার সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।