“স্বপ্ন”
মাসুদা আকতার তিশা
কিছু অক্ষর ছিলো এলেমেলো
একে একে সাজিয়ে রাখলাম,
মুঠো হতে ছড়িয়ে গেলো
কল্পনা আর বাস্তবে অগ্রস্বর
“স্বপ্ন” তুমি যে আমার।
সারাদিন যায় এই জগতে
স্বপ্নের আনাগোনা আর,
ভালো লাগা আবার মনে
বিচরণ আকাশে আমার।
মেঘের দলে চাপিয়ে
মনের আকাশে লুকিয়ে,
মেঘের উপরে বসবাস
বুঝেছি তোমাতে মনের উল্লাস।
বলতে চেয়েছি অনেক বার
উঠতে চেয়েছিলাম উপরে,
তবে বলতে পারিনি আর
কল্পনায় মনে যে স্বপ্ন আমার।
নিরবের অশ্রু জল তোমায়
হয়তো পেরেছি লুকাতে,
যুদ্ধে করেও মনের সাথে
তবু পারিনি মনকে বুঝাতে।
তুমি তোমার না থাকা জুড়ে
আমায় রেখে দাও,
তুমি আমার না থাকা জুড়ে
তোমায় রেখে যাও।