সেন্টমার্টিনে ট্রলার ডুবে নিহত তিন

জসিম উদ্দিন, টেকনাফ:
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ১২ জনকে।

ঘটনার প্রায় দুইদিন পর নৌবাহিনীর সদস্যরা তিন জেলের মরদেহ ও ১২ জেলেকে জীবিত উদ্ধার করে। বুধবার রাত ৮টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক (নৌবাহিনী) রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মাছ ধরার ওই ট্রলারটি সমুদ্রে মাছ ধরার সময় একটি জাহাজের সাথে এটির সংঘর্ষ হয়। এতে নৌকায় থাকা জেলেরা পানিতে ডুবে যায়। পরে তাদের মধ্যে ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও তিনজনকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here