সেকেন্দার হায়াত খানের কবরে মেয়র প্রার্থী রেজাউল করিম

আব্দুল করিম, চট্টগ্রামঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি প্রয়াত সেকেন্দার হায়াত খানের কবর জেয়ারত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।

আজ মঙ্গলবার (৪ মার্চ) নগরীর মোহরা এলাকায় তিনি জোহরের নামাজের পর প্রয়াত এ আওয়ামী লীগ নেতার কবর জেয়ারত করেন।এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ড. মাসুম চৌধুরী, চান্দগাঁও থানা আওয়ামী লীগের আহবায়ক নুর উদ্দিন, প্যানেল মেয়র জোবাইরা নারগিস খান, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. রফিক, যুগ্ম আহবায়ক নাজিম চৌধুরী, জসিম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুদ, আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ চৌধুরী, আশেক রসুল বাবু, হাজ্বী শাহাবুদ্দিন, শফিকুর রহমান সৌরভ, জাবেদ খান, তানভির হোসেন, নুর ইসলাম, সাবেক ছাত্রনেতা রাজীবুল ইসলাম হীরা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here