সোমবার, আগস্ট ১৮, ২০২৫

সীতাকুন্ড যুবদলের পক্ষ থেকে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট:

নিজস্ব প্রতিবেদকঃ
সীতাকুন্ড যুবদল এর বর্তমান কমিটির পক্ষ থেকে বিএনপি’র যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীর নির্দেশনায় উপজেলার প্রতিটি ওয়ার্ডে খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ত্রাণ সহায়তা।

বর্তমান বর্তমান উপজেলা যুবদলের কমিটিতে থাকা ১৭১জন সদস্য ও বর্তমান কমিটির সভাপতি জনাব ফজলুল করিমের ব্যক্তিগত তহবিল মিলিয়ে তিন লক্ষ টাকার একটি ফান্ড গঠন করে। যেখান থেকে ক্রমান্বয়ে উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নিয়মিতভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানা যায়।

বিজ্ঞাপন

সকালে কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকা থেকে ট্রাকে করে প্রতিটা ইউনিয়নের পৌঁছে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন থানা যুবদলের সভাপতি মোঃ ফজলুর করিম, সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন রাজু, সাংঘঠনিক সম্পাদক ইসমাইল, কাজী বদর উদ্দিন, মোঃ লিটন,একরাম, আব্দুল মালেক মানিক,সেলিম মাহামুদ,সালাম, হাসান,আলমগীর মন্জু,আলাউদ্দিন, টিটু, মুন্না সহ অন্যান্য নেতাকর্মীরা।

থানা যুবদলের সভাপতি মোহাম্মদ ফজলুল করিম জানান, বাংলাদেশ জাতীয়বাদী দল জনগণের সমর্থিত একটি দল। দেশের এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি তাদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি । এই সহায়তা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

থানা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রাজু জানান, সীতাকুণ্ড থানা যুবদল অতীতেও সীতাকুণ্ড বাসীর পাশে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে। আল্লাহ যদি না করে এই মহামারী যদি ভয়াবহ রূপ নেয় তাহলে করোনা আক্রান্ত ব্যক্তিদের দাফন কাপন থেকে শুরু করে জানাজা সহ সকল কার্যক্রমে থানা যুবদল পাশে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত