সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার কথা থাকলেও অবশেষে সিলেকশনের মাধ্যমে সমাপ্ত হলো বহুল কাঙ্খিত সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
২৯ নভেম্বর সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াকে সভাপতি ও এস.এম আল মামুনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।