নিজস্ব প্রতিবেদকঃ
২রা মার্চ সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় এর পশ্চিম পাশে চট্রগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও সীতাকুণ্ড হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন উদ্যোগে এই সমাবেশ অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম. দিশাদ,চট্রগ্রাম জেলা গন সংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ (রুমি),জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আবুল বসর, জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইসাক , আহবায়ক মোঃ তাজুল ইসলাম, যুগ্ন আহবায়ক নাছির ও সদস্য সচিব নেছার আহমদ।
সমাবেশে বক্তারা ৮ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুণ মজুরী প্রদান, নিয়োগ পত্র,পরিচয় পত্র সহ শ্রম আইন বাস্তবায়ন এবং সরকার ঘোষিত নুম্নতম মজুরী কার্যকরী করার দাবী জানান বক্তারা উক্ত সমাবেশ থেকে। দাবী আদায় না হলে সামনে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তরা।