নিজস্ব প্রতিবেদকঃ
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ আমতল এলাকায় রেললাইন এর পূর্ব দিকে একটি খালের পাশ থেকে অজ্ঞাত এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটিকায় ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ আমতল এলাকায় ব্রীজ এন নিজে রেললাইন পূর্ব দিকে খালের পাশে অজ্ঞাত এক নবজাতকের লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেয়।
সীতাকুণ্ড থানা পুলিশ ঘঠনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এই বিষয়ে সীতাকুণ্ড থানার এস আই রফিকুল ইসলাম জানান, ঘঠনাস্থলে গিয়ে আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আইনগত ভাবে যা যা করার আমরা তা করছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।