সিজেকেএস মেয়র গোল্ডকাপে জয় পেয়েছে উত্তর পতেঙ্গা ও ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের খেলায় জয় পেয়েছে উত্তর পতেঙ্গা ওয়ার্ড ও পাহাড়তলী ওয়ার্ড।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামে এ খেলা দুটি অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় ১ম খেলায় ৪০নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড ২-১ গোলে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডকে পরাজিত করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন উত্তর পতেঙ্গা ওয়ার্ডের খেলোয়াড়। তাকে ক্রেস্ট তুলে দেন ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. জয়নাল আবেদীন।

একইদিন বিকাল ৪টা ৪০ মিনিটে ২য় খেলায় ১৩নং পাহাড়তলী ওয়ার্ড ৩-০ গোলে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডকে পরাজিত করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পাহাড়তলী ওয়ার্ডের খেলোয়াড় মো. মুন্না। তাকে ক্রেস্ট তুলে ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here