এস.এইচ.জুনাঈদী, বোয়ালখালীঃ
সাংবাদিকরা হলো সমাজের দর্পণ,তাদের অনেক কাজ, তারা একটি রিপোর্ট করতে গেলে প্রচুর শ্রম দিতে হয়, অনেক রকম তথ্য সংগ্রহ করতে হয়, এই বিষয়ে সাংবাদিকরা আরো দক্ষতা অর্জন করতে পারে যদি কোন সংঘটনের সাথে সম্পৃক্ত থাকে এবং সংঘটন কতৃক তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়। পাক্ষিক বোয়ালখালী সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বোয়ালখালী নির্বাহী অফিসার জনাব আছিয়া খাতুন।
পাক্ষিক বোয়ালখালী সংবাদ বোয়ালখালীর সকল শ্রেণির মানুষের মুখপত্র হিসেবে কাজ করবে আশা ব্যক্ত করে তিনি আরো বলেন ,
আমাদের মাননীয় তথ্যমন্ত্রী ডঃ হাসান মাহমুদ অনলাইন মাধ্যম গুলোকে রেজিস্ট্রেশন করানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি একটি খুব ভালো উদ্যোগ কেননা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা অনলাইন গণমাধ্যমে খুব দ্রুত সংবাদ পেয়ে যায়।
অনলাইন গণমাধ্যমে ব্যক্তিগত সার্থ সিদ্ধি ও অপপ্রচারের কথা উল্লেখ করে আছিয়া খাতুন বলেন, উপজেলা পর্যায়ে অনেক সময় দেখা যায় সাংবাদিক পরিচয় দিয়ে সুবিধা নেয়ার চেষ্টা করে, এটা যেন কখনো না হয় সেই বিষয়ে যারা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের প্রতি অনুরোধ খেয়াল রাখবেন। এসব অপপ্রচার রোধে অনলাইন গণমাধ্যম একটি নীতিমালার মধ্যে আসা দরকার।
১৩ই অক্টোবর রবিবার বেলা ৫ টায় বোয়ালখালী দলিল লেখক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বোয়ালখালী সংবাদের ৬ষ্ঠ তম বর্ষপূর্তি উপলক্ষে বোয়ালখালী সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও বোয়ালখালী সংবাদের নির্বাহী সম্পাদক প্রভাস চক্রবত্তী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি বোয়ালখালী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, বোয়ালখালী পল্লী বিদ্যুৎ সমিতি’র ডিজিএম রফিকুল আজাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজি হামিদুল হক, মোঃ সওকত ওসমান জাহাঙ্গীর, বোয়ালখালী ব্যবসায়ী সমিতি’র সভাপতি এস এম এয়াকুব, বোয়ালখালী বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন, বোয়ালখালী দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য ও বিজয় টিভি বোয়ালখালী প্রতিনিধি এস এম নাঈম উদ্দিন, সিপ্লাস টিভি বোয়ালখালী প্রতিনিধি ইয়াছিন চৌধুরী, সাংবাদিক সাইফুদ্দীন খালেদ, মোঃ জাহিদ হোসেন,৭১ বাংলা টিভি প্রতিনিধি মোঃ শাহাদাত হোসাইন, দৈনিক প্রথম ভোর প্রতিনিধি মোঃ আবু নাঈম, চাটগাঁ সময় প্রতিনিধি জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগ নেতা রাশেদুল ইসলাম, পারভেজ মিল্টন প্রমুখ।