গণমাধ্যমে অস্থিরতা তৈরীর অপচেষ্টা, সাংবাদিক কলামিস্ট পীর হাবিবুর রহমান ও বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদসহ সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের মানববন্ধন সমাবেশ হবে শুক্রবার ১৮ অক্টোবর বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে। এই মানববন্ধন সমাবেশে উপস্থিত থাকার জন্য আয়োজক সংগঠন ‘চট্টগ্রাম নাগরিক উদ্যোগে’র আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী মুক্তিযুদ্ধের পক্ষের সকল সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পেশাজীবী ও ছাত্র যুব দেশপ্রেমিক নাগরিককে অনুরোধ জানিয়েছেন ।
সাংবাদিক ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী বলেন, রাষ্ট্রের চতুর্থ অঙ্গ গণমাধ্যমকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে মহল বিশেষ। গণমাধ্যমকে আঘাত দেয়ার মধ্য দিয়ে ওরা মুলত দুর্নীতিবাজ ক্যাসিনো-জুয়া ও জঙ্গি- সন্ত্রাসবাদি কালোবাজারি শক্তির বিরুদ্ধের সংগ্রামকে থামিয়ে দিতে চায় । এই অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।