সোমবার, আগস্ট ১৮, ২০২৫

সরকারি -বেসরকারি সকল প্রতিষ্টানে ‘নো-মাস্ক, নো এন্ট্রি ” নীতি

আপডেট:

এখন থেকে সরকারি-বেসরকারি কোনো দপ্তরেই মাস্ক না পরলে কেউ সেবা পাবেন না বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এজন্য বাস্তবায়ন করা হবে ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি।

রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের এই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় কি না তাও দেখভাল করা হবে বলে জানিয়েছেন সচিব।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মাস্ক ব্যবহারের বিষয়ে সরকারের অবস্থান জানাতে গিয়ে বলেন, ‘অফিসের সামনে কাউকে মাস্ক ছাড়া ঢুকতে দেয়া হবে না-লেখাও থাকবে।’

বিজ্ঞাপন

এর আগে সরকার বাইরে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছিল। কিন্তু এ বিষয়ে মানুষের মধ্যে শিথিলতা দেখা যায়। এখন আসন্ন শীত মৌসুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় মাস্ক ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থান নিল সরকার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শীতকে সামনে রেখে ইতিমধ্যেই সব জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত