নিজস্ব প্রতিবেদকঃ
সীতাকুণ্ডের সমুদ্র সৈকত গুলিয়াখালী বীচে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে শত শত পর্যটকের আগমন ঘটে। এই বিনোদন কেন্দ্রটি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিদিন স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ওখানে ঘুরতে যায়। এদিকে বীচে তাবু টাঙ্গিয়ে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেছে।
সীতাকুণ্ডের সমুদ্র সৈকত গুলিয়াখালীতে তাবু টাঙ্গিয়ে অনৈতিক কর্মকান্ড’র অভিযোগ পেয়ে ১০ মার্চ মঙ্গলবার বিকেল ৫টার সময় অভিযানটির নেতৃত্ব দেন নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।
এসময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন স্কুল ড্রেস পড়া যুবকদের আটক করা হলেও পরে মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। মেয়েদের পরিবারের অভিভাবকদের ফোন করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
তবে এসব অনৈতিক কর্মকাণ্ডের যোগানদাতা হিসেবে এক ব্যাক্তিকে আটক করার পর তার কাছ থেকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করে গুলিয়াখালী বিচে স্থাপন করা বেশ কয়েকটি তাবু জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয় লোকজন অভিযোগ করেন একটি প্রভাবশালী মহলের সহযোগীতায় দীর্ঘদিন ধরে গুলিয়াখালী বীচের ঝুপের ঝাড়ে যুবক-যুবতী ও কলেজ শিক্ষার্থীরা অবাধ বিচরন করছে। তাদের ধারণা বীচে তাবু স্থাপন করে প্রেমিক যুগলকে অবাধ মেলামেশার সুযোগ করে দেয়ায় নির্জন স্থানটি বেঁচে নিচ্ছে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাও।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে কয়েকজন যুবক-যুবতীকে হাতে নাতে আটক করা হলেও সামাজিকতা চিন্তা করে প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করে মুচলেখা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।বীচে অবৈধ তাবু টাঙিয়ে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় এক ব্যাক্তিকে দেড় হাজার টাকা জরিমানা করে তাবুগুলো জব্দ করা হয়েছে। এদিকে অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে এক যুবককে মাথার চুলের কিছুটা অংশ কেটে দেওয়া হয়েছে বলে কয়েকটি জাতিয় পত্রিকা সংবাদ প্রকশের পর সীতাকুন্ড বাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়ে ঐ ছেলে এবং তার পরিবারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুবকের মাথার চুল কাটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পক্ষে বিপক্ষে সমালোচনা চলছে।
এই বিষয়ে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম সীতাকুন্ড শাখার সভাপতি জানান, সীতাকুন্ড থানার নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম অতন্ত্য সৎ ও নিষ্টাবান একজন অফিসার। তিনি সীতাকুন্ডে আসার পর থেকে সীতাকুন্ডে অনেক পরিবর্তন দৃশ্যমান সীতাকুন্ডবাসী তার নিকট কৃতজ্ঞ। মরা চাই এইধরনের অভিযান যেন নিয়মিত পরিচালিত হয়।
সৈয়দ মাহবুবুল হক বলেন, ‘স্থানীয়দের অভিযোগ ছিল গুলিয়াখালী সৈকতে তাঁবু টাঙিয়ে রাতে অসামাজিক কার্যকলাপ চলে। সে অভিযোগের ভিত্তিতে তিনি সেখানে অভিযান চালিয়ে সাতটি তাঁবু জব্দ করেছেন। সেখানে একটি ছেলে উল্টাপাল্টা আচরণ করেছিল। স্থানীয় কেউ তাঁর চুল ছোট করে দিয়েছে।