ইলিয়াছ সুমন, সন্দ্বীপ:
স্বেচ্ছাসেবী সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী আজ ২রা নভেম্বর ২০১৯ রোজ শনিবার বিকাল ৩টা হতে এনাম নাহার মোড় মোহাম্মদ মিঞা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ ওমর ফারুক ফিরুজের সভাপতিত্বে কাজী আব্দুর রহমান ইমন এর সন্ঞ্চলনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন-সম্পাদক মোঃ কোরবান আলী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন হারামিয়া ২০ শয্য বিশিষ্ট হাসপাতালের ডাক্তার ডাঃ শাহাজান । বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারন সম্পাদক নাট্যকার মোঃ আবুল কাশেম শিল্পী, কবি ও সাহিত্যিক কাজী শামসুল আহসান খোকন, সাংবাদিক সুফিয়ান মানিক, আদর্শ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ কামরুল, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওহিদুল মাওলা পারভেজ, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব এর সাধারন-সম্পাদক ইলিয়াস সুমন সংগঠনের প্রধান উপদেষ্ঠা সমাজের কামলা খোদাবক্স সাইফুল ইসলাম।
স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোরাম এর সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সন্দ্বীপ রক্ত দাতা সংগঠনের সহ-সভাপতি মোঃ রাশেদ, স্বপ্নের সন্দ্বীপ সংগঠনের শিক্ষা সম্পাদক মোঃ শাহাদাত, সন্দ্বীপ ইউনিক সোসাইটির সহ-সভাপতি মাওঃ জাহাঙ্গীর ও শারদাঞ্জলী ব্লাড ফোরাম এর প্রতিষ্ঠাতা ফুষ্পেন্দু মজুমদার সহ প্রমুখ।
এছাড়াও সংগঠনের সদস্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন শিক্ষা সম্পাদক টিপু সুলতান, অর্থ সম্পাদক শেখ রুবেল।
এসময় বক্তরা সংগঠন কে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দশনা মূলক কথা বলেন এবং রক্ত দানের মত মহৎ কাজে এগিয়ে আসতে সচেতনতার কথা বলেন। এছাড়াও সকলের দৃড় বিশ্বাস সাড়া বাংলাদেশে প্রতি বছর যে ১লক্ষ ব্যাগ রক্তের শূন্যতা রয়েছে তা সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের মাধ্যমে পূর্ণতা পাবে।
পরিশেষে কেক কাটাঁর মাধ্যমে সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পূর্ন হয়েছে।