সন্দীপ প্রতিনিধিঃ
বিচ্ছিন্ন এলাকা সন্দ্বীপকে চট্টগ্রামের মুল ভু-খন্ডের সাথে সেতুর মাধ্যমে সংযুক্ত করা হবে। দেশের মুল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপকে চট্টগ্রামের মুল ভু-খন্ডের সাথে সম্পৃক্ত করা হবে বলে জানান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার মোশারফ হোসেন এমপি।দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের এর ত্রি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা জানান।
সন্দ্বীপ উপজেলা পরিষদ চত্তরে আজ ৩০ নভেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আওয়ামীলিগের ত্রি-বার্ষিক সম্মেলন। সন্মেলনে জেলা থেকে আগত নেতৃবৃন্দ আজ শনিবার বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ কে সভাপতি ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশনকে সাধারন সম্পাদক ঘোষনা করেন।
সকাল থেকে আয়োজিত সন্মেলনে মাষ্টার শাহজাহান এর সভাপতিত্বে ও মোহাম্মদ আলী খসরুর উপস্থাপনায় সম্মেলনে উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম। সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা,উত্তর জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ইউনুছ গনি চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এটি এম পেয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবলু , জেলা আওয়ামীলীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগ নেতা রোমানা নাসরিন,এডঃ উম্মে হাবীবা, সীতাকুণ্ড উপজেলা আ লীগের সভাপতি আবদুল্যা আল বাকের ভুইয়া,ও বাসন্তি প্রভা পালিত প্রমুখ।