পটিয়া প্রতিনিধিঃ
আজ ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও রিইউনিয়ন’১৯। সকাল ৮টা থেকে শুরু হয়ে সমাপ্ত হলো বিকাল এর দিকে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত ডিন জনাব এ, বি, এম, আবু নোমান, পটিয়া সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জনাব এ, এন, এম ইউসুফ চৌধুরী, পটিয়া সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর বাবু সজল কান্তি পাল, হুলাইন সালেহ্ নূর কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু তৈয়ব, এস. আলম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আবদুর মান্নান চৌধুরী , সিনার্জির শিক্ষক মুনির , বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ত্ব কবিয়াল ইউসুফ, দৈনিক প্রথম আলো পত্রিকার পটিয়ার প্রতিনিধি আব্দুর রাজ্জাক এবং দৈনিক মানবকন্ঠ পত্রিকার পটিয়ার প্রতিনিধি ওবায়েদুল হক পিপলু উপস্থিত ছিলেন। এছাড়া সিনার্জি এর সকল সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা উক্ত রিইউনিয়ন প্রোগ্রামে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন আগামীতে দেশকে এগিয়ে নেয়ার জন্য সিনার্জি-র মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। তাঁরা সিনার্জির এই ধরনের উদ্যোগের জন্য প্রশংসা করে। পরবর্তীতেও এই ধরনের উদ্যোগ ধরে রাখার আহ্বান জানান অতিথিরা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে সিনার্জির বিগত বছরের কর্মকান্ড নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করানো হয়। পরবর্তীতে অতিথিবৃন্দের উপস্থিতিতে কেক কেটে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সিনার্জির পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল আজিজ তুহিন এবং সমাপনী বক্তব্য রাখেন তানভীর আহমেদ ইমরান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মিশু দে। সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন অভি মহাজন।