সন্দ্বীপে নৌ বাহিনী ও প্রশাসনের বিভিন্ন বাজারে সচেতনতা মনিটরিং

ইলিয়াছ সুমন,
বিশ্ব ব্যাপী ছড়িয়ে পরা নভেল করোনা ভাইরাস কভিও১৯ থেকে জনগনকে সচেতনতার অংশ হিসাবে জনসচেতনতা বৃদ্ধি করা, সামাজিক দুরুত্ব বৃদ্ধি করা, দোকানে পন্যমুল্যা বোর্ড টানানো, নিত্যপন্য দ্রব্যসামগ্রী ক্রেতাদের নাগালে রাখা, ঔষদ ও মুদি দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখা, ও নিরাপদে ঘরে থাকার অংশ হিসাবে আজ ২৯ মার্চ ২০ সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের গেট থেকে মাইকিং ও বাজার মনিটরিং করছে সন্দ্বীপ উপজেলা সহ কারী কমিশনার ভূমি মোঃ মামুন, নৌ বাহিনীর এরিয়া কমান্ডার সুমন আলমের নেতৃত্বে একটি দল ও সন্দ্বীপ উপজেলা আইন শৃংখলা বাহিনীর সদস্যরা, তাদের সঙ্গি হিসাবে ছিলেন সন্দ্বীপ উপজেলার বেশ কয়েকজন সক্রিয় সংবাদকর্মী।

সকালে উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে উক্ত মোবাইল কোট, ও সচেতনতা বৃদ্ধি মুলক কর্মসূচি হয় এনাম নাহার হাই স্কুলের মোড়, বকতার হাট, চৌমহনী বাজার, নাজির হাট, বানীর হাট, আকবর হাট হয় কমপ্লেক্স এসে শেষ হয়। এ সময় তাদের সাথে ছিলেন চ্যানেল আই সন্দ্বীপ প্রতিনিধি জাহেদ হোসেন সাকিল, এস এন ও চট্রগ্রাম টিভির সন্দ্বীপ প্রতিনিধি বাদল রায় স্বাধীন, সন্দ্বীপিয়ানের চিপ এ্যডমিন মনজুর মাওলা, সন্দ্বীপ টিভির খোদাবক্স সাইফুল, সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন, ও সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব আইটি সম্পাদক তৈয়ব হোসাইন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here