সোমবার, আগস্ট ১৮, ২০২৫

সন্ত্রাসীর হামলায় আহত চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদকে দেখতে হাসপাতালে এমপি কমল

আপডেট:

এম.মোবারক হোসাইন, স্টাফ রিপোটার:
কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ ও সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুল হকের উপর হামলার অভিযোগ এনে ঈদগাঁও বাস স্টেশন এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে জালালাবাদ ইউনিয়নের বাসিন্দারা। এসময় কয়েকঘন্টা ধরে যানচলাচল বন্ধ হয়ে রাস্তার দুপাশে দীর্ঘ যানজট লেগে যায়।

এসময় পুলিশ অনুরোধ করেও সড়ক থেকে সরাতে পারেনি অবরোধকারীদের। ঈদগাঁও স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধ চলাকালে রাস্তায় সমাবেশ করে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। রবিবার বিকেলে কক্সবাজার বিমান বন্দরে রাশেদের উপর হামলার অভিযোগ উঠে।

বিজ্ঞাপন

এদিকে হামলায় আহত ইমরুল হাসান রাশেদকে কক্সবাজার সদর হাসপাতালে দেখতে যান, সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এ সময় হামলা কারিদের প্রতি তিব্র নিন্দা জানান এবং অপরাধীকে দ্রুত শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনকে আহবান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত