সোমবার, আগস্ট ১৮, ২০২৫

শোক দিবসে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের শোক র‍্যালী ও আলোচনা সভা।

আপডেট:

শোক দিবসে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের শোক র‍্যালী ও আলোচনা সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

বিজ্ঞাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র‍্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়ের শাহাজাহান সিকদার, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানের শফিকুল ইসলাম, মনোয়ারা বেগম, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ…

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত