শৃঙ্খলা আনতে সপ্তাহব্যাপী অভিযান

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃ্ঙ্খলা আনতে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে নগরীর ১০টি গুরুত্বপূর্ণ স্পটে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলবে আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত।

ট্রাফিক উত্তর বিভাগের টিআই (প্রশাসন) মহিউদ্দিন খান জানান, নগরীর দশটি স্পটে লাইসেন্স ও অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন সংশ্লিষ্ট এলাকার টিআইদের নেতৃত্বে ট্রাফিক কর্মকর্তারা। অভিযানে আটক করা মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান জানান, আমরা চাচ্ছি ট্রাফিক বিভাগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে। এরই অংশ হিসেবে প্রথম সাতদিন শুধু অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চলবে। পরে অন্যান্য পরিবহনের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

মোটর সাইকেল চালানোর সময় আরোহী ও চালক দুজনকেই হেলমেট পরিধান করতে হবে বলে জানান ট্রাফিক পুলিশে নতুন দায়িত্বপ্রাপ্ত এস এম মোস্তাক আহমেদ খান। এছাড়া বৈধ কাগজপত্রও সঙ্গে রাখতে হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here