শুরুতেই হোঁচট খেলেন সংস্কারপন্থী মঞ্জুর ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’
‘জন -আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিলেন জামায়াতের সংস্কারপন্থীরা। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সেভেনটি ওয়ান-এ আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নতুন এ রাজনৈতিক মঞ্চের ঘোষণা দেন।
তবে ব্যাপক ঢাকঢোল পিটিয়ে অনু্ষ্ঠানের আয়োজন করেও সিনিয়র কোন জামায়াত নেতা উপস্থিত না থাকায় শুরুতেই অনেকটা হোঁচড় খেলেন সাবেক এই শিবির সভাপতি।
সংবাদ সম্মেলনে ৬ পাতার লিখিত বক্তব্যে তিনি দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতাযুদ্ধে জামায়াতের ভুল ও দেশের অর্থনৈতিক উন্নতি, সমতা এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন।
কোনো ধর্মভিত্তিক দল হবে না জানিয়ে মঞ্জু বলেন, আমরা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি তা হবে ধর্ম, জাতি, লিঙ্গ, নির্বিশেষে সবার জন্য গ্রহণযোগ্য, উন্মুক্ত একটি প্লাটফর্ম।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম ছাড়া পরিচিত কোন জামায়াত শিবিরের নেতার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
এছাড়া সদ্য পদত্যাগী জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ভিডিও কনফারেন্স অনু্ষ্ঠানে যোগ দেয়ার কথা প্রচার করা হলেও তিনি কোন বক্তব্য রাখেন নি।
জামায়াত ঘরনার পেশাজীবী মেজর অব. আবদুল ওহাব মিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কামাল উদ্দিন, মাওলানা আবদুল কাদের, সালাউদ্দিন আহমেদ, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূইয়া, মাওলানা তাজুল ইসলাম, গোলাম ফারুক, গৌতম দাস,নাজমুল হুদা অপু প্রমুখ সাবেক এই শিবির নেতার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শুরুতেই মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ আজ আমরা উপস্থিত হয়েছি জাতীয় মুক্তি ও জন আকাঙক্ষার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। যারা এই উদ্যোগে শরিক হতে চান, তাদের সংগঠিত করার কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।’
লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের ভিবিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। নতুন এই প্ল্যাট ফর্মের আরেক উদ্যোক্তা অধ্যাপক আব্দুল ওয়াহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলামও সংবাদ সম্মেলনে কথা বলেন।
জামায়াতের ভেতরে সংস্কারের দাবি তুলে সম্প্রতি যারা দল থেকে পদত্যাগ করেছেন অথবা বহিষ্কার হয়েছেন, সেইসব সংস্কারপন্থী নেতা নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছেন।
গত কয়েক মাস ধরে এই ব্যাপারে ভেতরে কাজ করছিলেন তারা। সম্প্রতি একটি সভায় সংস্কারপন্থীরা সিদ্ধান্ত নেন নতুন একটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর।
নতুন এই প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য ঢাকা থেকে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের সংস্কারপন্থী নেতা মুজিবুর রহমান মঞ্জু। আর দেশের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
জামায়াত থেকে বহিষ্কার হওয়ার পর মুজিবুর রহমান মঞ্জু সংস্কারপন্থীদের সংগঠিত করে জামায়াতের বিকল্প একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করে আসছিলেন।
এই চেষ্টার প্রাথমিক পর্যায়ে সম্প্রতি নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণে গত ২৫ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক শোকসভা আয়োজন করেন তিনি। ওই শোকসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু একসময় চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরেরও সভাপতি ছিলেন। বহিষ্কৃত হওয়ার আগে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ছিলেন তিনি।