সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর “শরৎ সন্ধ্যা-১৪২৯” অনুষ্ঠিত!

সাজন বড়ুয়া সাজু, কক্সবাজার:
সই পাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী,
নীলিমা বাহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী।”
এ স্লোগানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের ঋতুভিত্তিক আয়োজন ‘শরৎ সন্ধ্যা-১৪২৯’ বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ দৌলত ময়দানের বটতলায় অনুষ্ঠিত হয়েছে।

গান, আবৃত্তি, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে শরতরাণীকে বরণের এই আয়োজনে কক্সবাজারের প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে কথামালায় অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম,জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী,বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের মুখ্য আহবায়ক কবি মানিক বৈরাগী,শ্রুতি আবৃত্তি অঙ্গণের সভাপতি এড.প্রতিভা দাশ,কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি তানবীর সারওয়ার রানা,সাধারণ সম্পাদক রিয়াজুল কবির বিবন,জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অন্তিক চক্রবর্তী,সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজারের সভাপতি খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক মনির মোবারক। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঋতুভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই বর্ষা বন্দনা, শরৎ সন্ধ্যা কিংবা বসন্ত বরণ অনুষ্ঠানগুলোর গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মের কাছে এই অনুষ্ঠানগুলোর বার্তা পৌঁছে দেয়া খুবই জরুরী।

সায়ন্তন ভট্টাচার্যের সঞ্চালনায় এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সংগীত,আবৃত্তি ও নৃত্য বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি কক্সবাজারের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here