আব্দুল ওয়াহাব, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পানিতে ডুবে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার ১১ এপ্রিল দুপুর বারোটার দিকে আমিরাবাদ মল্লিক ছোবহান হাজির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিক্ষার্থী মোহাম্মদ রাফি (৯) ওই এলাকার মোহাম্মদ জিয়াবুল’র ছেলে।
স্থানীয়রা জানায়, ছেলেটির বাবা এবং দাদা বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে যায়। তাদের চোখ ফাঁকি দিয়ে ডোবার অন্য প্রান্তে মাছ ধরতে নেমে যায় মোহাম্মদ রাফি। সে সাঁতার না জানায় ডোবায় ডুবে যায়। বিষয়টি আঁচ করতে পারেনি উপস্থিত কেউ। মাছ ধরা শেষে তাঁরা বাসায় ফিরে জানতে পারে ছেলেটি বাসায় ফিরে নাই। পরে সবাই খোঁজাখুঁজির পর ডোবা থেকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।