র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবাসায়ী নিহত
প্রতিনিধিঃ মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে দুই মাদক ব্যবাসায়ী নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন টেকনাফ সাবরাং এর বশির আহমদের ছেলে আব্দুর রহমান (৪২) আর একজন রামু উপজেলার খুনিয়াপালং পূর্ব গোয়ালিয়া পাড়ার কবির আহমদের ছেলে ওমর ফারুক (৩১)।
২৯ জুলাই ভোররাত ৩ টার দিকে টেকনাফ মেরিনড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে। এতে চার র্যাব সদস্য আহত হন।
জানা যায়, র্যাব-২ এর একটি চৌকষ আভিযানিক দল ২৯ জুলাই ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারী সিন্ডিকেটের একটি স্বশস্ত্র র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র্যাবের ৪জন সদস্য আহত হয়। জান ও মাল রক্ষার্থে র্যাবও পাল্টা গুলিবর্ষণ করতে থাকে। বেশ কিছু সময় গুলি বিনিময়ের পরে অস্ত্রধারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল ওইসব মাদক ও অস্ত্র সহ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এ ঘটনায় চার হাজার পিস ইয়াবা ৪ রাউন্ড বুলেট সহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি তারা মাদক ব্যবসায়ী।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা র্যাব ২ এর সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের প্রত্যেকের বিরুদ্ধে ৮-৯ টি মামলা রয়েছে।
এই ব্যাপারে র্যাব বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।