রোহিঙ্গাদের ফেরাতে মায়ানমার প্রতিনিধি দল এখন কক্সবাজারে।

রোহিঙ্গাদের ফেরাতে মায়ানমার প্রতিনিধি দল এখন কক্সবাজারে।

প্রতিনিধিঃ মোহাম্মদ আবদুল্লাহ, টেকনাফ: রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিতে রাজি করানোর জন্য বাংলাদেশ সফরে মিয়ানমারের ১৯ সদস্যের প্রতিনিধি দল এখন কক্সবাজারে।

শনিবার সকাল পৌনে দশটার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌছান। সেখান থেকে তারা ইনানীতে রয়েল টিউলিপ হোটেলের উদ্দেশ্যে রওনা হন। বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ও রোহিঙ্গা নেতাদের সাথে বৈঠক করবে দলটি।

তাদের সাথে রয়েছে ত্রাণ প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সরওয়ার কামালসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন জানান: প্রতিনিধিদলের সদস্যরা কয়েকটি ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। তারা রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে কি রকম সুযোগ সুবিধা দিচ্ছেন সে ব্যাপারে তাদের জানাবেন।

রোহিঙ্গারা ২০১৭ সালের ২৪ আগস্টের পর থেকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশী রোহিঙ্গা। এরপর দফায় দফায় চেষ্টা করেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here