সোমবার, আগস্ট ১৮, ২০২৫

রোহিঙ্গাদের ওপর হামলায় জড়িত সেনাদের সাজা হবে: মিয়ানমার সেনাবাহিনী

আপডেট:

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ
রাখাইনে নৃশংসতার সঙ্গে জড়িত সেনা সদস্যদের সামরিক আদালতে বিচারের ঘোষণা দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রোহিঙ্গা হত্যাযজ্ঞ এবং গণকবর নিয়ে তদন্তের মাধ্যমে নতুন তথ্য পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিবৃতিতে বলা হয়, রাখাইনের একটি গ্রামে সেনা সদস্যের নির্দেশ অমান্যের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ওই গ্রামটিতে রোহিঙ্গাদের হত্যার পর গণকবর দেওয়ার অভিযোগ উঠে। যদিও প্রথম থেকেই ওই অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার কর্তৃপক্ষ।
২০১৭ সালের আগষ্টে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের শিকার হয়ে এগারো লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত