সোমবার, আগস্ট ১৮, ২০২৫

রোহিঙ্গাদের অবস্থান নিয়ে সাত দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ।

আপডেট:

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা ২৯ আগষ্ট পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়৷এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান। একই সময়ে উপজেলা পরিষদের সাধারণ সভাও অনুষ্টিত হয় এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অালহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী। উভয় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সাব্বির রহমান সানি,পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার একরামুল অাজম,মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু সহ উপজেলার সকল সরকারি বেসরকারি কর্মকর্তা ও উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান গন। সভায় পটিয়া উপজেলায় সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার রোহিঙ্গাদের অবস্থান অাগামী সাত দিনের মধ্যে রির্পোট দিতে বলা হয়েছে। এছাড়াও পটিয়ার কোন জনপ্রতিনিধি যতি রোহিঙ্গা নাগরিকদের নিয়ে জড়ানো হয় তাহলে তাকে সাথে সাথে বরখাস্ত করার হুশিয়ারি দেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত