বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

রাসূল (সা:) এর আদর্শ বাস্তবায়নে কাজ করছে বাইতুশ শরফ আনজুমানে ইত্তেহাদ

আপডেট:

নিজস্ব প্রতিবেদক:
বাইতুশ শরফের বর্তমান পীর, লেখক ও গবেষক আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী ( মা. জি. আ.), বলেছেন, রাসূল (সা:) আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাইতুশ শরফ আনজুমানে ইত্তেহাদ। তিনি বলেন, রাসূল (সা:) এর দেখানো পথ অনুস্মরণ এবং তা জীবনে বাস্তবায়ন করতে পারলে তাহলে ইহকালীন শান্তি এবং পরকালিন মুক্ত পাওয়া সম্ভব। তাই সকলকে রাসূল (সা:) আদর্শ অনুস্মরণের তাগিদ দেন তিনি। গত ১৪ নভেম্বর পটিয়া ইন্দ্রপুলস্থ বাইতুশ শরফ মসজিদ প্রাঙ্গনে পটিয়া উপজেলা বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ও নওজোয়ানের ব্যবস্থপনায় পবিত্র ঈদ মিলাদুন্নবী (সাঃ)” মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদুন্নবী মাহফিল শেষে পীর সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ কালে তিনি এসব কথাগুলো বলেছেন।

ক্রেস্ট দিয়ে বরণ করে নেন আনজুমনে নওজোয়ান পটিয়া উপজেলা শাখার সদস্যবৃন্দ, যথাক্রমে মো. শহিদুল হক চৌধুরী, রেজাউল করিম সজীব,কাজী আব্দুল মোমেন,আবু হোসেন,আবদুল হান্নান,সম্রাট আকবর,আবদুল হামিদ,তাশফিক,মো হাসান,আবু সিদ্দিক,আলী ওসমান তুহিন,সাইফুদ্দীন, ওমর,সাকিব,সাখাওয়াত হোসেন বাপ্পী,মো হোসেন,এহসানুল করিম,শহিদুল ইসলাম,আবদুল মান্নান,আশরাফ হোসেন,আরিফ উদ্দীন নয়ন,সায়েম উদ্দিন, মেশকাতুর রহমান,হেলাল,জাবেদুল ইসলাম,আরিফুল ইসলাম মানিক,তৌহিদুল ইসলাম,সাদ্দাম হোসেন সুজন,জমির উদ্দীন,জাহেদুল হক ইমন,সাজ্জাদ,আরাফাত প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত