মোঃ ইউসুফ,
রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের বগাবিলের হাশেম বর্তমানে একটি বাইক কিনে মহামারী করোনা ভাইরাসেরর কারনে মানুষের দুর্ভাগ্য চিন্তা করে অনেকে সময় গ্রামে গাড়ি শহরে ঢুকতে না পারাই সেটা চিন্তা করে মোঃ হাশেম এই বাইক গাড়িটি কিনেছেন।
তিনি বলেন এখন বর্তমানে মানুষের দুঃখের সময় দেখতেছি অনেক কে হেল্প করতেছে আমিও আমার এলাকার এবং সবাই উদ্দেশ্যে বলতেছি কোন নিরীহ মানুষ অসুস্থ হয়ে পড়লে আমাকে কল দিবেন আমি তাকে বিনামূল্যে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিব এবং যতদিন সরকার নিষেধাজ্ঞা আছে ততদিন পর্যন্ত বিনিময় কোন টাকা ছাড়া পৌছে দিব অসুস্থ রোগীদেরকে,(ইনশা’আল্লাহ) যোগাযোগ নাম্বার হাসেম=01814202523