রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব নামে এক যুবক নিহত

মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহুনী এলাকায় এই ঘটনা ঘটে। তার নাম আহসান হাবিব (২৫)। সে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার মো. হাসান কোম্পানির পুত্র এবং রাঙ্গুনিয়া বাইক লাভার্স সংগঠনের সদস্য।

তাঁর বন্ধু আদনান হাবিব জানান, চন্দ্রঘোনা থেকে নিহত আহসান হাবিব রোয়াজারহাটের দিকে বাইক চালিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে মরিয়মনগর চৌমুহুনী এলাকার ইউসিবি ব্যাংকের সামনে আসলে একজন পথচারী রাস্তা পার হতে গিয়ে তার মোটর বাইকের সামনে পড়ে যায়। হাবিব তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি হঠাৎ ব্রেক করলে বাইক থেকে ছিটকে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তার মাথা সহ সমস্ত শরীরে গুরুতর যখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রবিউল হোসেন বলেন, পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এসময় তার মাথায় মারাত্মক যখম ছিল এবং শরীর নিস্তেজ ছিল। তাঁর কোন সাড়া শব্দ না পেয়ে ইসিজি করে দেখা যায় সে মারা গেছে।
এদিকে হাবিবের আকষ্মিক মৃত্যুতে তাঁর বন্ধু মহল সহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের স্বজনরা তাঁর শোকে বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন। এই ধরণের অপমৃত্যু ঠেকাতে নিয়ন্ত্রণ গতিতে গাড়ি চালানো সহ সকলকে সড়কে সাবধানের চলাচলের অনুরোধ জানিয়েছেন সচেতন মহল। আগামীকাল শনিবার সকাল ১০টায় চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here