রাঙ্গুনিয়া প্রতিনিধি,
রাঙ্গুনিয়ার ১৪ নং দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ রাশেদ তালুকদার কতৃক আয়োজিত মেম্বারকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০জুন) বিকেলে উপজেলার খোরশেদতালুক আমির আলী মাঠে আয়োজিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আলোড়ন ক্রীড়া সংঘ । তাঁরা আবাহনী ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ রাশেদ তালুকদার ।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মোহাম্মদ হাসান, ইউনুচ তালুকদার, মোহাম্মদ মনজু, মোহাম্মদ বাপ্পা চৌধুরী,৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ জানে আলম প্রমুখ। মেম্বারকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে প্রচুর দর্শক সমাগম হয়।