রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে ডাকাত সর্দার কামাল গ্রেফতার; পুলিশসহ আহত ৪ জন!

Chattogram Tribune - চট্টগ্রাম ট্রিবিউন

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের সাথে ডাকাত দলের মুখোমুখি গুলি বিনিময়ের ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলামসহ পুলিশের ৩ সদস্য ও ডাকাত সর্দার কামাল আহত হয়েছেন।

৫ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে দশটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের আজিমপুর মহিষের বাম এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযানে সরফভাটা ইউনিয়নের মীরেরখীলের বাসিন্দা চিহ্নিত ডাকাত সর্দার কামালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা,অপহরণ ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম বলেন, একদল ডাকাত ডাকাতি প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা রাত সাড়ে দশটার দিকে অভিযান পরিচালনা করি। এতে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় দুটি অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ ডাকাত কামালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, গত ১৫ মে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকার তিন বাসিন্দাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে এই কামাল বাহিনী।পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাদের জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here