রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে দুটি বন্য হাতি লোকালয়ে চলে এসেছে আতংকে এলাকাবাসী
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
শুক্রবার (১৬আগস্ট) সকাল নয়টা পর্যন্ত লোকালয়ে অবস্হান করেছে হাতি দুটি। বিষয়টি নিশ্চিত করে সরফভাটার প্রাক্তন চেয়ারম্যান মজিবুল ইসলাম সরফী বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি দুটি হাতি আমার বাড়ির সামনে খালি বিলে অবস্হান করছে। হাতি দুটিকে দেখে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
তবে এলাকার কোন ক্ষয়ক্ষতি করেনি হাতি দুটি।
সরফভাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, হাতি দুটিকে সরিয়ে নিতে বন বিভাগ এবং প্রশাসনকে খবর দেয়া হলে তারা এসে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, আমি ঘটনাস্থলেই আছি। ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশ চেষ্টা চালাচ্ছে। এখনো কোন ক্ষয়ক্ষতি করেনি হাতি দুটি।
ইত্যাদি চত্তরের পেছনের বাড়ি হয়ে ক্ষেত্রবাজারের পশ্চিম থেকে বর্তমানে শোয়ার বড় বাড়ীর পিছনে হাতি দুটি অবস্হান করছে বলে জানান তিনি।
তিনি এলাকাবাসীকে অভয় দিয়ে বলেন, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করেন।