বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

রাঙ্গামাটিতে আরো নতুন ১০ জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২৪

আপডেট:

রাজস্থলী, রাঙ্গামাটি প্রতিনিধি:
এতে কয়েক ঘন্টার ব্যবধানে রাঙ্গামাটি জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে আরো ১০ জন। রাঙ্গামাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জন। রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক বিশেষজ্ঞ পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি।

তবে জানা যায় আক্রান্তদের মধ্যে ২ জন লংগদুর উপজেলা বাসিন্দা, ৬ জন জুরাছড়ির উপজেলা বাসিন্দা, ১ জন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নার্স এবং একজন আয়া বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রাংগামাটি সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রাঙ্গামাটি হতে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ৫১১টি যার মধ্যে ৪০১টির রিপোর্ট হাতে পেয়েছেন তাঁরা। উক্ত ৪০১টি রিপোর্টের মধ্যে ২৪টি পজিটিভ এবং ৩৭৭টি নেগেটিভ। বাকি এখনো ১১০টি রিপোর্টের অপেক্ষায় আছে সিভিল সার্জন অফিস হতে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত