ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া প্রতিনিধি,
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশের মতো রাঙ্গুনিয়া উপজেলায় প্রায় ১৩ হাজার ৬২৪ টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সুবিধাভুগী পরিবারগুলোর মধ্যে নির্ধারিত কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রোববার (২০ মার্চ) থেকে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
প্রাথমিকভাবে উপজেলার মোট ১৩ হাজার ৬২৪ পরিবারকে টিসিবি পণ্য ক্রয়ের সুবিধা দেওয়া হয়েছে।
প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবে।
তথ্য মতে, কার্ডধারীদের দুই কিস্তিতে এই পণ্য দেওয়া হবে। প্রথম কিস্তি ২০ থেকে ৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল।
উপজেলার মোট ১৩ হাজার ৬২৪ পরিবারকে টিসিবি কার্ড দেওয়া হচ্ছে। তার মধ্যে পৌরসভায় ২ হাজার ৮’শ ১টি, রাজানগর ইউনিয়নে ৭’শ ৬৯টি, হোসনাবাদ ইউনিয়নে ৬’শ ১টি, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে ৫’শ ৬টি, মরিয়মনগর ইউনিয়নে ৬’শ ২টি, পারুয়া ইউনিয়নে ৫’শ ৮৫টি, পোমরা ইউনিয়নে ৮’শ ৭টি, বেতাগী ইউনিয়নে ৬’শ ৮৯টি, সরফভাটা ইউনিয়নে ৮’শ ১৬টি, শিলক ইউনিয়নে ৬’শ ১৯টি, পদুয়া ইউনিয়নে ১ হাজার ৩’শ ৪৩টি, চন্দ্রঘোনা ইউনিয়নে ৮’শ ৬০টি, কোদালা ইউনিয়নে ৭’শ ২টি, ইসলামপুর ইউনিয়নে ৬’শ ৬৬টি, দক্ষিণ রাজানগর ইউনিয়নে ৬’শ ৪১টি, লালানগর ইউনিয়নে ৬’শ ১৭টি।
টিসিবি পণ্য বিতরণ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস চট্টগ্রাম ট্রিবিউনকে জানান,প্রাথমিক পর্যায়ে কার্ডধারীরা টিসিবি পণ্য সংগ্রহের সুযোগ পাবেন। ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহে কোনো অনিয়মের সুযোগ নেই। নিম্ন আয়ের মানুষের জন্য সরকার এ ধরনের পদক্ষেপ নিয়েছে।
এছাড়াও সরকারের মহতী এ কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।