নিজস্ব প্রতিবেদক,
টেকনাফে হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীতে বিএনপি নেতা জুহুর আলমের উদ্যোগে পবিত্র ঈদ – উল ফিতর উপলক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে।
অদ্য রবিবার জুম্মাপাড়া এলাকায় বিএনপি নেতা জুহুর আলমের উদ্যোগে রঙিখালী গ্রামের কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে চাল ও সাবান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হ্নীলা দক্ষিণ শাখার বিএনপি নেতা জুহুর আলম সাংগঠনিক সম্পাদক উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস পরিস্থিতি ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রবিবার দুপুরে এলাকার জুম্মাপাড়া, গাজী পাড়ায় এসব ক্রান বিতরণ করা হয়। এ সময় তিনশো মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল (প্রতি প্যাকেটে) দশ কেজি চাল, সাবান ইত্যাদি।
এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের বিএনপি নেতা জুহুর আলম, মোহাম্মদ আলম, ইয়ার মোহাম্মদ, কালো, মকবুল আহাম্মদ,মিজানুর রহমান, মুস্তাফা সহ প্রমুখ