মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার বিক্রি, ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নকল স্যানিটাইজার বিক্রির দায়ে এক ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শহরের উত্তর পৈরতলা এলাকার মেসার্স জিলানী মেডিকেল হলকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী অবৈধ ও মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার বিক্রি করে আসছিল।

শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে মেসার্স জিলানী মেডিকেল হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার উদ্ধার করা হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় অবৈধ স্যানিটাইজার বিক্রির দায়ে মেসার্স জিলানী মেডিকেল হলের মালিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার করা স্যানিটাইজার জনসম্মুখে ধ্বংস করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here