নিজস্ব প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ায় নকল স্যানিটাইজার বিক্রির দায়ে এক ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শহরের উত্তর পৈরতলা এলাকার মেসার্স জিলানী মেডিকেল হলকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী অবৈধ ও মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার বিক্রি করে আসছিল।
শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে মেসার্স জিলানী মেডিকেল হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও মেয়াদোত্তীর্ণ স্যানিটাইজার উদ্ধার করা হয়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় অবৈধ স্যানিটাইজার বিক্রির দায়ে মেসার্স জিলানী মেডিকেল হলের মালিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার করা স্যানিটাইজার জনসম্মুখে ধ্বংস করা হয়।