মেয়েকে কিডনি দিচ্ছেন মা, অসহায় মায়ের পাশে- মেয়র নাছির

আল আমিন,চট্টগ্রাম প্রতিনিধিঃ

মেয়েকে কিডনি দিচ্ছেন মা, অসহায় মায়ের পাশে মেয়র নাছির
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করা সেই মা যদি জানতে পারে তার সন্তানের দুইটি কিডনি নষ্ট হয়েছে তাহলে কোন মা চাইবে না তার সন্তানকে বাচাঁতে। মা সন্তানকে একটি কিডনি দিলেও অর্থের অভাবে কিডনি স্থানান্তর খরচ যোগাতে হিমশিম খাচ্ছিলেন। মুক্তা রাণি মজুমদারের কন্যা হ্যাপি রাণি মজুমদারের দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে কিডনি রোগাক্রান্ত মেয়ের চিকিৎসার পেছনে খরচ করেছেন সারাজীবনের সঞ্চয়ও।

অসহায় এ পরিবারের পাশে এসে দাঁড়ান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি ব্যক্তিগতভাবে কিডনি রোগাক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য ১ লাখ ১০ হাজার টাকা image অনুদান দেন। ভবিষ্যতেও চিকিৎসার বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

সোমবার (১৫ জুলাই) জামালখান ওয়ার্ডের ঝাউতলা এলাকায় মুক্তা রাণি মজুমদারের বাসায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ অনুদান প্রদান করেন। এ সময় তিনি হ্যাপি রাণি মজুমদারের চিকিৎসার খবরখবরাও নেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পৃথিবীতে একমাত্র মা-ই নিজের সন্তানের জন্য নিঃস্বার্থভাবে কিছু দিতে পারে। আর মুক্তা রাণি মজুমদার একজন মা হয়ে সেই ভূমিকা রেখেছেন। তিনি তার সন্তানকে নিজের কিডনি দিয়েছেন। সারজীবনের কষ্টার্জিত টাকা সন্তানের চিকিৎসার জন্য খরচ করছেন। মায়ের এই মহৎ গুণাবলি এবং কষ্টের কথা শুনে আমিও আমার সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, ভবিষ্যতেও চিকিৎসার বিষয়ে কোনো রকম সহযোগিতার প্রয়োজন হলে আমি আমার সাধ্যমতো আবারো চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here