মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী গুরুতর আহত

কায়সার হামিদ মানিক, উখিয়াঃ
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণের ঘটনায় এক স্থানীয় বাংলাদেশী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে একটি বিদেশী দাতব্য সংস্থার হাসপাতালে ভর্তি করিয়েছে বলে জানা যায়।

স্থানীয় লোকজন জানিয়েছে, কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহবিল  তুলাতলী গ্রামের গোরা চান মিয়ার ছেলে ফরিদুল আলম(৩৫) স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়। স্থানীয় ইউপি সদস্য ইকবাল বাহার জানান, উক্ত ব্যক্তি প্রতিবেশী অন্যান্যদের সাথে সীমান্তের পাহাড়ী জঙ্গলে ফুলের ঝাড়ু সংগ্রহ করতে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়ু সংগ্রহ করে ফিরে আসার পথে মিয়ানমার সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে একটি স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। এতে সঙ্গীয় অন্যান্যরা অক্ষত থাকলেও ফরিদুল আলম মাইনের বিস্ফোরণে গুরুতর আহত হয় বলে উদ্ধারকারী লোকজনের বরাত দিয়ে তিনি জানান। জানা গেছে, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৩৯ ও ৪০ নং সীমানা পিলারের মাঝামাঝি সীমান্তের শূন্য লাইনে এ স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহম্মদ তিনি মাইন বিস্ফোরণের খবর শুনেছেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here