জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
আজ শুক্রবার (৬নভেম্বর) মিরসরাই পৌরসভার কলেজ রোড সংলগ্নে মোহাম্মদ আলী মার্কেটের (৫ম তলা) উদ্বোধিত হল আজিজিয়া তাহ্ফিজুল কুরআন মাদরাসা।
মাদরাসার প্রতিষ্ঠাতা আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, ভবন মালিক মোহাম্মদ আলীসহ প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আবুতোরাব ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও মিরসরাই কলেজ মসজিদের খতিব মাওলানা ছানা উল্যাহ।
তাহ্ফিজুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ আজিজুল হক বলেন, অভিজ্ঞ দুইজন শিক্ষক দ্বারা মাদরাসা পরিচালিত হবে, আমদের রয়েছে স্পেশাল নূরানী বিভাগ, হিফজের প্রস্তুতি মূলক নাজেরা বিভাগ, সার্বক্ষিক সি.সি. ক্যেমেরা দ্বারা মনিটরিং ব্যবস্থা, বিআইপি ছাত্রদের আলাদা ক্লাস এবং ছাত্রাবাসের ব্যবস্থাসহ নানা রকমের সুবিদা সমূহ।